ট্রাম্প আছেন ট্রাম্পেই, বিতর্কের পরোয়া না করেই ডিস্কো গানে দোলালেন কোমর
Trump is Trump, he dances to disco songs without worrying about controversy

Truth Of Bengal: বিতর্ক, সমালোচনা কিংবা প্রতিবাদ—এ সবের তোয়াক্কা যেন কোনওদিনই করেন না ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের মসনদে ফিরে তাঁর ১০০ দিনের ‘উপলক্ষ্যে’ আবারও সেই চেনা রূপে ধরা দিলেন তিনি। জনপ্রিয় ডিস্কো গান ‘YMCA’-এর তালে কোমর দুলিয়ে নাচলেন রাষ্ট্রপ্রধান। তাঁর সেই নাচের ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
That Day 100 Trump Dance goes especially hard 🔥 pic.twitter.com/pZsYAeAoAf
— johnny maga (@_johnnymaga) April 29, 2025
১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘ভিলেজ পিপল’ ব্যান্ডের জনপ্রিয় গান ‘YMCA’-এর তালে ট্রাম্পের পারফরম্যান্স যেন ছিল একধরনের ‘রাজনৈতিক বার্তা’। মঞ্চে দাঁড়িয়ে নিজস্ব ভঙ্গিতে হাত নেড়ে, শরীর দোলানোর মধ্য দিয়ে তিনি যেন বুঝিয়ে দিলেন যতই বিতর্ক হোক, তিনি থামবেন না।
তবে ট্রাম্পের এই নাচের মুহূর্তের পেছনে রয়েছে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই তিনি একের পর এক কঠোর নীতিগত পদক্ষেপ নিয়েছেন, যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে বিরোধীরা ও সাধারণ নাগরিকেরা। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের ঘোষণা, স্বাস্থ্যখাতে অনুদান বন্ধ, আন্তর্জাতিক মানবিক সহায়তায় কাটছাঁট, এসব সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প এখন আইনি লড়াইয়ের মুখে।
বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে তিনি শুরু করেছেন ‘শুল্ক যুদ্ধ’। যার প্রভাব পড়ছে মার্কিন অর্থনীতি এবং আন্তর্জাতিক বাজারে। এসব নিয়েই ক্ষুব্ধ বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট সাংসদ শ্রী থানেদার ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ট্রাম্প তাঁর ক্ষমতার অপব্যবহার করছেন। তাঁর সিদ্ধান্ত গণতন্ত্রকে দুর্বল করে তুলছে।”
রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ আমেরিকানরাও মুখ খুলেছেন ট্রাম্পের বিরুদ্ধে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস, হিউস্টন সহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। এই আন্দোলনে অংশ নেয় ১৫০টিরও বেশি সংগঠন, যার মধ্যে ছিল মানবাধিকার সংগঠন, LGBTQ+ আন্দোলনকারী, শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন নাগরিক সংগঠন। তাঁদের দাবি, “ট্রাম্প আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন। তিনি বিশ্বকে এক ভয়াবহ মন্দার দিকে ঠেলে দিচ্ছেন।”
তবু ট্রাম্প যেন নির্বিকার। বরং তাঁর শরীরী ভাষা বলছে, তিনি সমালোচনাকে ভয় পান না, উপভোগ করেন। তাঁর ‘YMCA’ গানের তালে সেই নাচ যেন হয়ে উঠেছে এক প্রতীকী বার্তা—“আমি যেমন ছিলাম, তেমনই আছি।