নিউ হ্যাম্পশায়ারের ভোটে জিতলেন ডোনাল্ড! প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে ট্রাম্প
Donald trump

The Truth of Bengal: বড় জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান প্রাইমারিতে জয় পেয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। এই জয়ের ফলে ২০২৪-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি লড়াইতে নামতে পারে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। কোনও প্রচার ছাড়াই নিউ হ্যাম্পশায়ার আসনে জিতে গিয়েছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন।
মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে এই ভোটে জয়ের মধ্য দিয়ে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আবার মনোনয়ন পাওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সঙ্গে লড়াই হবে বাইডেনের। তবে ট্রাম্প জয়ী হওয়ায় অনেকটাই পিছিয়ে গেলেন আরেক রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি।
জানা গিয়েছে, নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনে ৫২.৩ শতাংশ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিকি হ্যালি পেয়েছেন ৪৬.৬ শতাংশ ভোট। তবে নিকি হ্যালি পরাজয়ের পরও তিনি লড়াই চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প আইওয়া, নিউ হ্য়াম্পশায়ারে একের পর এক নির্বাচনে জয়ী হলেও, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বাধা হয়ে দাঁড়াতে পারে বলেই রাজনৈতিক মহলের মত।