আন্তর্জাতিক

মরার উপর খাঁড়ার ঘা! ‘জতুগৃহ’ লস অ্যাঞ্জেলেসে চিন্তা বাড়াচ্ছে টর্নেডো

tornado rises tension in fire caught los angeles

Truth Of Bengal: এ যেন মরার উপর খাঁড়ার ঘা! নিয়ন্ত্রণে আনা তো দূরস্ত, ধেয়ে আসা টর্নেডোর জেরে নিয়ন্ত্রণের আরও বাইরে চলে যাচ্ছে দাবানল। হাওয়ার দাপটের সঙ্গে পেরে উঠছেন না দমকল কর্মীরা। ‘জতুগৃহ’ লস অ্যাঞ্জেলেস।  এই ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জন প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক।

ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বিভাগ জানাচ্ছে, গত কয়েকদিন হাওয়ার গতিবেগ কম ছিল। তাতেও আগুন নেভাতে বেগ পেতে হচ্ছিল। কিন্তু রবিবার রাত থেকে আবারও দক্ষিণ ক্যালিফর্নিয়া থেকে টর্নেডো৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় ধেসে আসছে। হাওয়ার স্পিড যত বাড়ছে ততই জ্বলে উঠছে আগুনের শিখা।কানাডা, মেক্সিকোর মতো পার্শ্ববর্তী দেশ থেকে দমকল বাহিনীকে আনা হচ্ছে স্থানীয়দের সাহায্যের জন্য।

বলা হচ্ছে, মার্কিন ইতিহাসের এমন ভয়ঙ্কর দাবানল এর আগে দেখা যায়নি। কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে এই ধ্বংসলীলা চলছে। হাজার হাজার বাড়ি চলে গেছে আগুনের গ্রাসে। তার ওপর উদ্বেগ কয়েকগুণ বাড়িয়েছে ধেয়ে আসা এই টর্নেডো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, দিনরাত এই প্রার্থনাই করছেন সকলে।

Related Articles