আন্তর্জাতিক

গোটা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রাও

There is a possibility of rain in the whole of Bangladesh, the temperature may also increase

Truth Of Bengal: গোটা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার একটি বিজ্ঞপ্তি মাধ্যমে ওপার বাংলার আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার জেরে গোটা দেশে হতে পারে বৃষ্টি। এর সাথে তাপমাত্রা বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর ওই বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, 6 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ রংপুর ও সিলেটের বেশ কিছু জায়গায় সহ রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রামের কয়েকটি জায়গায় ঝড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

৬ সেপ্টেম্বর শুক্রবার গোটা দেশে সামান্য হলেও বাড়তে পারে তাপমাত্রা। এমনই আবহাওয়া চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত। তবে পরবর্তী ২৪ ঘন্টা তুলনামূলকভা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ।

উল্লেখ্য, সম্প্রতি ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে পড়ে বাংলাদেশ, যার রেশ এখনও কাটেনি। বন্যার জেরে নিহত হয়েছে একাধিক মানুষ, আহত হয়েছে বহু মানুষ। জমা জলের কারণে ক্রমশ একাধিক রোগে আক্রান্ত হচ্ছে ওপারবাসী। আর এবার সেই আবহের মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর।

Related Articles