প্রেসিডেন্ট নির্বাচনে চিনকে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, আবারও চীন-মার্কিন বিরোধের আশঙ্কা
The United States has warned China not to interfere in the presidential election, and there is a fear of China-

The Truth Of Bengal: তাইওয়ানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ না করার জন্য চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একজন শীর্ষ আধিকারিক এই হুঁশিয়ারি দেন। আগামী শনিবার তাইওয়ানে পরবর্তী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
তাইওয়ানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ না করার জন্য চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একজন শীর্ষ আধিকারিক এই হুঁশিয়ারি দেন। আগামী শনিবার তাইওয়ানে পরবর্তী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ বেশ পুরোনো। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সামরিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে একমত হন। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বৈঠকে এ বিষয়ে একমত হন দুই নেতা। এর মধ্যে তাইওয়ানের নির্বাচন নিয়ে আবার চীন-মার্কিন বিরোধের আশঙ্কা করা হচ্ছে।
তাইওয়ান, যুক্তরাষ্ট্রের ও চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথাব্যথা। আবার তাইওয়ান যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। চীন স্বশাসিত তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে ও প্রয়োজনে জোর করে এটি দখল করার অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্র এসব নির্বাচনে জড়িত নয় ও আগামীতেও জড়িত হবে না। তাইওয়ান পৃথিবীর প্রধান সেমিকন্ডাক্টর উত্পাদনকারী দেশ ও তাইওয়ান প্রণালী বিশ্বব্যাপী বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ শিপিং বা বাণিজ্য রুট। চীন ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে ক্ষমতাধর শক্তি হতে চায়। দক্ষিণ চীন সাগরে তার সাম্প্রতিক ক্রিয়াকলাপে তার প্রামান মেলে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। তাইওয়ান নিয়ে চীনের এমন অবস্থানের বিপক্ষে ওয়াশিংটন। আর এটা নিয়েই বেইজিং-ওয়াশিংটনের বিরোধ। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পর তাইওয়ানে অনানুষ্ঠানিক প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করেছে ওয়াশিংটন।
Free Access