আন্তর্জাতিক
Trending

ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির স্থগিতাদেশ, ছাড়া হবেনা ইজরায়েলি পণবন্দিদের

The suspension of the ceasefire with Israel will not release the prisoners of Israeli goods

The Truth Of Bengal: ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতির ও ইজরায়েল পণ বন্দিদের মুক্তি দেওয়ার আলোচনা স্থগিত রাখার কথা ঘোষণা করেছে গাজার সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাস। ইজরায়েলি ড্রোন হামলায় মৃত্যু হয়েছে গাজার উপপ্রধান সালেহ আল- আরুরি সহ কাসেম ব্রিগেডস এর আরও দুই কমান্ডাররের। এর পরই এই সিদ্ধান্ত হামাসের।

যুদ্ধ চলবে। ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি হবেনা। এই কথা ঘোষণা করেছে হামাস গোষ্ঠী। ইজরায়েল নিজেই এই যুদ্ধ আরও উসকে দিচ্ছে বলেও মন্তব্য তাদের। শুধু যুদ্ধ বিরতি নয়, ইজরায়েলের যেসমস্ত পণবন্দিরা আছে তাদেরকেও ছাড়ার সিদ্ধান্ত নিষেধ করেছে হামাস। লেবাননের রাজধানী বেইরুতে ইজরায়েল বাহিনীর ড্রোন হামলায় প্রাণ গেছে হামাসের উপপ্রধান সালেহ আলুউরি ও কাসেম ব্রিগেডস এর দু জন কামান্ডার। এর পরই ইজরায়েলের সঙ্গে কোন রকম যুদ্ধবিরতির আলোচনা করতে নারাজ হামাস।

সালেহ আলুউরি হলেন হামাসের উপপ্রধান। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। হামাসের সন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তিনি গভীর ভাবে জড়িত। প্রসঙ্গত গত ৭ অক্টোবর ইজরায়েলের উপর প্রথম হামলা চালায় গাজা। তারপর থেকে একের পর এক হামলা চালিয়ে গাজা ভূখণ্ডকে ধূলিসাৎ এ পরিণত করেছে ইজরায়েল। প্রায় ৩ মাস ধরে চলা এই যুদ্ধে প্রাণ গেছে গাজার বহু সাধারণ মানুষ। অন্যদিকে হামাস কিছু সংখ্যক ইজরায়েলি পনবন্দিদের ছেড়ে দিলেও এখনও তাদের কাছে রয়েছে ইজরায়েলি বন্দি। তাদেরকে এই মুহূর্তে ছাড়ার সম্ভাবনাও কম।

Free Access

Related Articles