আন্তর্জাতিক
Trending

আসামিকে ধরতে নদীতে ঝাঁপ পুলিশকর্মীর, শেষ পরিণতি ভয়ংকর

The policeman jumps into the river to catch the accused, the end result is terrible

The Truth Of Bengal: সোমবার বাংলাদেশের রায়গঞ্জ জেলার ইরান দহ গ্রামের এক বাসিন্দার অভিযোগ যে, তিনি তাঁর নিজের ভাইপোকে খুন করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম নাজমুল হাসান। খুনের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে যায় পুলিশ।

পুলিশের হাত থেকে বাঁচতে অভিযুক্ত নাজমুল হাসান ঝাঁপ দেন সরস্বতী নদীতে। ওই ব্যক্তিকে ধরার জন্য কোন কিছুর তোয়াক্কা না করেই পুলিশ কর্মকর্তাও ঝাঁপ দেন নদীতে। নদীর তীব্র প্রবাহের মাঝে তলিয়ে যান ওই পুলিশ কর্মকর্তা। এ সংবাদ পাওয়া মাত্রই সেখানে এসে হাজির হয় ফায়ার সার্ভিস। সেখানে প্রায় এক ঘন্টা অভিযান চালানো হয়, তারপর খোঁজ মেলে ওই পুলিশ অফিসারের। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর, সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে দাবি করেন। ঘটনাটি ঘটেছে, রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে

সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গোলাম আম্বিয়া এ বিষয়ে জানান, ‘ হাসপাতালে আনার আগেই পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মৃতদেহ এখন আমাদের হাসপাতালের মর্গে।’ সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল বলেন, ‘এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Related Articles