কারাগারের অন্ধকারে কাটিয়েছেন একাধিক বছর, সেই নেতাই এবার হামাস প্রধান
The leader who spent several years in the darkness of prison is now the head of Hamas

The Truth Of Bengal: হামাস প্রধান ইসমাইল হানিয়ের মৃত্যুর পরই শুরু হয় জল্পনা, জল্পনার বিষয়, এবার কে বসবেন হানিয়ার আসনে? শেষ পর্যন্ত হামাস গোষ্ঠী হানিয়ের আসনের উত্তরসূরি বেছে নিল। হামাস প্রধাণের স্থান পেলেন ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ার।
সংবাদ সংস্থা সূত্রে পাওয়া হামাসের বিজ্ঞপ্তিতে এই কথাই উল্লেখ করা রয়েছে। এক সংবাদ সংস্থা থেকে জানা যায়, গাজার খান ইউনিয়ের একটি শরণার্থী শিবিরে জন্ম হয়েছিল নেতা ইয়াহিয়ার। গাজাতেই হামাসের এক জন নেতা হিসাবে ২০১৭ সালে তাঁকে স্বীকৃতি দেওয়া হয়। তবে তিনি তাঁর জীবনের বহু বছর কারাগারের অন্ধকার কুঠুরিতে পার করেছেন। ইজরায়েল-হামাসের যু্দ্ধ আরম্ভের পরেই তিনি গাজাতে আত্মগোপন করেন।হামাসে যোগদান করার আগে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান পদ সামলেছেন ইয়াহিয়া। তারপরেই জেলবন্দি হন তিনি।
হামাসের প্রাক্তন প্রধান হানিয়ার পর হানিয়ার ছিলেন সবচেয়ে শক্তিশালী নেতা।উল্লেখ্য, হামাস হানিয়া ও তাঁর দেহরক্ষীকে তেহরানে গেস্টহাউসে জুলাই-এর ৩১ তারিখে হত্যা করা হয়। হামাসের ধারণা হানিয়ার হত্যার নেপথ্যে ইজরায়েলেরে হাত রয়েছে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, ওই দিন হানিয়া ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশ্যে তেহরানের এক গেস্ট হাউসে ওঠেন, কিন্তু ওই গেস্ট হাউসের যে অংশে তিনি ছিলেন সেই অংশেই বোমা বসানো হয়েছিল। রিমোট কন্ট্রোলের সাহায্যে গভীর রাতে ওই বোমা বিস্ফোরণ করা হয়। ‘রেভলিউশনারি গার্ড’ বাহিনীর দু’জন জানান, রিমোট কন্ট্রোল মেশিনগানের সাহায্যে ২০২০ সালে ফাকরিহজাদেহকে নিখুঁত ভাবে মোসাদ ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন খুন করেন।