মার্কিন মুলুকে উঠল বঙ্গ তনয়ার বিচারের দাবি, নর্থ ক্যারোলিনায় গর্জে উঠলেন প্রবাসী বাঙালিরা
The demand for justice for Banga Tanaya rose in the United States, expatriate Bengalis roared in North Carolina.

Truth Of Bengal: তরতাজা তরুণী চিকিত্সকের অকাল মৃ্ত্যুর ঘটনায় মর্মাহত নর্থ ক্যারোলিনা আর শার্লটে শহরের প্রবাসী বাঙালিরা। গত বুধবার ও বৃহস্পতিবার কাজের দিনে কাজের চাপ উপেক্ষা করে দুটি প্রতিবাদ মিছিল বেরোয়, একটি শার্লটের হিন্দু মন্দিরের প্রাঙ্গন থেকে আর অন্যটি কান্ট্রি কোর্ট চত্বর থেকে।
প্রথমটি মৌন মিছিল হলেও পরেরটি ছিল স্লোগান-প্রতিবাদ মুখর হয়ে ওঠে। দুটি মিছিলে প্রায় শতাধিক বাঙালির সাথে অংশ গ্রহণ করেন প্রবাসী ভারতীয়রাও। সবার একটাই দাবি, আরজি করের তরুণী চিকিত্সকের খুনও নির্যাতনের বিচার চাই।নির্যাতিতার প্রতি সমবেদনা জানিয়ে, পরপর দুদিন গণ প্রতিবাদও সামিল হন সর্বস্তরের পড়ুয়ারা। ঘৃণ্য অপরাধের কুচক্রীদের কঠোরতম শাস্তি চেয়ে দুজায়গাতেই শান্তিপূর্ণ মিছিল হয়।
মোমের আলোয় অপরাধ দূর করার বার্তা দেওয়া হয়। হিংসা ,ধর্ষণের নিন্দা করে আলোর পথের যাত্রীরা পায়ে পায়ে এগিয়ে যান। নর্থ ক্যারোলিনা কার্যত মিনি কলকাতার চেহারা নেয়। আন্দোলনকারী পড়ুয়ারা বলছেন, ১০০-র বেশি প্রতিবাদী বিচার চেয়ে মুখর হন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা ঘটনা জানার পর আলোড়িত হয় বিভূঁইয়ের মাটি। কলকাতা থেকে ক্যারোলিনা যেন প্রতিবাদের সরণিতে একসুরে বাঁধা পড়ে।