আন্তর্জাতিক

সেতু ভাঙার ঘটনায় ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা

The death toll in bridge collapse is increasing

The Truth of Bengal: বাল্টিমোর পোতাশ্রয়ে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় নিখোঁজ ছয় শ্রমিকের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কোস্টগার্ড ও ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশের আধিকারিকার এমনটাই আশঙ্কা করছেন। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ দ্য ডালি’র ধাক্কায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সেতু বা ফ্রান্সিস স্কট কি সেতু।

সেতুটি ভেঙে পড়ার পর বাল্টিমোর হারবারে ছয়জন শ্রমিক নিখোঁজ  হয়ে যায়। এর পর থেকে আশঙ্কা করা হচ্ছে তারা মারা গেছেন। ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার রাতে আধিকারিকরা তল্লাশি অভিযান স্থগিত করার ঘোষণা করেন। তাঁরা বলেন, অন্ধকারে জলে ডুবে থাকা ধ্বংসাবশেষের মধ্যে তল্লাশি অভিযান চালাতে ডুবুরিরা হিমশিম খাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের আধিকারিক শ্যানন গিলরিথ বলেন, নিখোঁজ শ্রমিকদের জীবিত খুঁজে পাওয়ার কোনো আশা নেই। কারণ, এখানকার জল বরফের মতো ঠাণ্ডা এছাড়ও দুর্ঘটনার পর অনেকটা সময় পার হয়ে যাওয়ার এই আশঙ্কা করছেন তারা। ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের পুলিশ আধিকারিক রোল্যান্ড বাটলার বলেন, বুধবার সূর্যোদয়ের পর শ্রমিকদের দেহাবশেষ উদ্ধারের চেষ্টায় ডুবুরিরা আবারও গভীর জলে নামবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।

Related Articles