আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনের আগে কারচুপির জোড়া মামলায় ট্রাম্পকে স্বস্তি দিলো আদালত

The court gave relief to Trump in two cases of rigging before the presidential election

Truth Of Bengal: সময় যত এগিয়ে আসছে ততই দোরগোড়ায় কড়া নাড়ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর সেই নির্বাচনের ঠিক দু’মাস আগে দু’টি ফৌজদারি অভিযোগ থেকে রেহাই পেলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।জানা যাচ্ছে, শুক্রবার ফুলটন কাউন্টির বিচারক স্কট ম্যাকাফি নির্বাচনী অনিয়ম এবং কারচুপির মিথ্যা অভিযোগগুলি থেকে অবশেষে মুক্তি পেলেন ট্রাম্প।

শুক্রবার ফুলটন কাউন্টির বিচারক স্কট ম্যাকাফির তরফে নির্বাচনী অনিয়ম এবং কারচুপির মিথ্যা অভিযোগ দুটি থেকে ট্রাম্পকে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাকাফি রায় বলছেন, ‘‘এই অভিযোগ দু’টিই ফেডারেল আদালতে দায়ের হওয়া মিথ্যা নথি সংক্রান্ত মামলার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে। আর সে কারণেই ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরির পক্ষে এই সংক্রান্ত অভিযোগ আনা প্রায় অসম্ভব।’’ ২০২০-র প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া প্রদেশে রিপাবলিকান দলের প্রার্থী তথা তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হাড্ডা হাড্ডি লড়াইয়ের ফল বেরোতেই দেখা যায় বাইডেন ১২ হাজার ভোটে জিতেছেন। আর তারপর থেকেই গণনায় কারচুপির অভিযোগ এনেছিল ট্রাম্প।

এর পরেই জর্জিয়ার আদালতে ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ার গুন্ডামি-বিরোধী র‌্যাকেটিয়ারিং আইন লঙ্ঘন করা, সরকারি কর্মকর্তার শপথ লঙ্ঘন, জালিয়াতির ষড়যন্ত্র এবং মিথ্যা অভিযোগ তোলার মতোমোট ১৩টি অভিযোগ দায়ের হয়েছিল।এছাড়াও ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরির তরফে বেশ কয়েকজনের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনা হয়েছিল। ইতিমধ্যেই আটটি অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করার অনুমতি দেওয়া হয়েছে বিচারক ম্যাকাফির তরফে।

Related Articles