আন্তর্জাতিক

বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি সংলগ্ন এলাকা এখন ছাত্র-জনতার দখলে

The area adjacent to Bangabandhu's house in Bangladesh is now occupied by students

Truth Of Bengal: বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়ক দখল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল-মালা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সে বিষয়ে জানার পর থেকে ৩২ নম্বর এলাকা দখলে করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার ভোর প্রায় সাড়ে ৬টা থেকে ওপার বাংলায় ঢাকাতে এ ছবি দেখা যাচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা সকাল থেকে এখানে আছি। কেউ যদি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চায় আমরা রুখে দেবো।’ জানা গিয়েছে, আন্দোলনকারীরা শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর, মেট্রো শপিং মলের সামনে দখল নিয়েছে। ধানমন্ডি ৩২ লেক পাড়ও এখন আন্দোলনকারীদের দখলে। লাঠি ও পাইপ তাদের হাতে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নাগালের বাইরে রাখতে ৩২ নম্বরের সামনে সেনাবাহিনীর সদস্যরা তাদের অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, চলতি মাসের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার দলের বেশ কিছু নেতা নিজেদের সমাজ থেকে আত্মগোপন করে লুকিয়ে পড়েন। তবে হাসিনার দলের বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও নেতাকে বাংলাদেশের সেনাবাহিনী গ্রেফতার করেছিল।

Related Articles