ভয়াবহ জঙ্গি হামলা পাকিস্তানে, জঙ্গি হামলার জেরে মৃত্যু হয়েছে ১২ জনের
Terrible terrorist attack in Pakistan, 12 people killed in terrorist attack

Truth Of Bengal : ভয়াবহ জঙ্গি হামলা পাকিস্তানের সেনা ক্যাম্পে। দুটি গাড়ি নিয়ে জঙ্গিরা ঢুকে পড়ে সেনা ক্যাম্পে। সেই গাড়ির মধ্যেই ছিল বিস্ফোরক। এখনও পর্যন্ত জানা যাচ্ছে বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ১২ জনের। একই সঙ্গে এই বিস্ফোরণের জেরে আহত হয়েছে ৩০ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া।
পুলিশ সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যে নাগাদ বিস্ফোরক বোঝাইকারী দুই গাড়ি ধাক্কা মারে সেনা ক্যাম্পের গাড়িতে। আর সেই গাড়ি গেটে ধাক্কা মাড়তেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এর পর বেশ কয়েকজন আততায়ী ঢোকার চেষ্টা করে সেনা ক্যাম্পের ভিতরে, তখনই আততায়ীদের আটকানোর চেষ্টা করে নিরাপত্তারক্ষীরা। উভয় পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। এই জঙ্গি হামলার জেরে মৃত্যু হয়েছে ১২ জনের, এমনকি মৃতদের মধ্যে রয়েছে ৪ জন শিশুও। সেনা ক্যাম্পের পাশেই থাকতো এই ৪ শিশু। অন্যদিকে নিরাপত্তারক্ষীর গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জঙ্গি। এই হামলার পিছনে হাত রয়েছে ‘জইস উল ফুরসান’। এই জঙ্গি সংগঠন যুক্ত আছে পাকিস্তানের তেহরিক ই তালিবান গোষ্ঠীর সঙ্গে।
পাকিস্তানের এই অঞ্চল বরাবর অশান্ত থাকে। এই অঞ্চল আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এই অঞ্চলে প্রায় জঙ্গি হামলার মতো ঘটনা ঘটতে থাকে। এই হামলার ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে বিস্ফোরণের ফোলে গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। একের পর এক গুলি ছোড়ার শব্দ। এখনও পর্যন্ত এই ভয়াবহ হামলা নিয়ে কোন বিবৃতি জারি করা হয়নি পাক সেনাদের পক্ষ থেকে। যে সমস্ত জঙ্গিদের ধরা যায়নি তাঁদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী।