আন্তর্জাতিক

সার্বিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড, মৃত চার শিশুসহ মোট ৬

Terrible fire in Serbia, 6 dead including 4 children

Truth Of Bengal: সার্বিয়ায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড। আগুন লেগে মৃত্যু হয়েছে মোট ৬ জনের, যাদের মধ্যে শিশুর সংখ্যা ৪। শুক্রবার সকালে সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি বাড়িতে অগ্নিসংযোগ ঘটে। ভোর তিনটে নাগাদ ঘটে এই ঘটনা। সার্বিয়ান পুলিশ জানায়, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছালে দেখে সবাই মারা গেছে।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত নোভি সাদ শহরটি। পুলিশের প্রাথমিক অনুমান ইলেকট্রিক স্কুটার চার্জ করার সময় আগুন লেগেছিল। নিহত চার শিশুর বয়স দুই থেকে সাত বছরের মধ্যে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে পুলিশের তরফে।