আন্তর্জাতিক

সফল ল্যান্ডিং ড্রাগন মহাকাশযানের, পৃথিবীতে ফিরলেন সুনীতা ও তাঁর সঙ্গীরা

Sunita and her crew return to Earth after successful landing of Dragon spacecraft

Truth of Bengal: দীর্ঘ ৯ মাস মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা। ভারতীয় সময় বুধবার ভোর ৩:২৭ মিনিটে ফ্লোরিডার আটলান্টিক মহাসাগরে সফলভাবে অবতরণ করল স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান। ক্যাপসুল থেকে বের হওয়ার সময় হাসিমুখে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান সুনীতা।

২০২৪ সালের ৫ জুন মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের পরিকল্পনা ছিল মাত্র ৮ দিন পর পৃথিবীতে ফিরে আসার। কিন্তু তাঁদের মহাকাশযানে হিলিয়াম লিক ও প্রপালশন সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় সেই যানে ফেরা সম্ভব হয়নি। নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের ফেরানোর সিদ্ধান্ত বারবার পিছিয়ে দেওয়া হয়। ফলে মাত্র কয়েক দিনের সফর দীর্ঘায়িত হয়ে ৯ মাসে পরিণত হয়।

মঙ্গলবার সকাল ১০:৩৫-এ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করেন তাঁরা। দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ শেষে ড্রাগন ক্যাপসুল আটলান্টিক মহাসাগরে নামানো হয়। সমুদ্রে নামার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত হয় মার্কিন নৌসেনার উদ্ধারকারী দল। এরপর হাইড্রোলিক পদ্ধতিতে তাঁদের জাহাজে তোলা হয়। বুধবার সকাল ৮:২২ মিনিটে ক্যাপসুলের দরজা খুলে বেরিয়ে আসেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা। সেখান থেকে তাঁদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁরা কিছুদিন বিশ্রাম নেবেন।

নাসা তাঁদের ফেরানোর জন্য বারবার চেষ্টা চালায়, কিন্তু নিরাপত্তার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। পরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এলন মাস্কের সহায়তা চান। এলন মাস্কের স্পেসএক্সের মাধ্যমে অবশেষে মহাকাশে যান পাঠানো হয় এবং সফলভাবে তাঁদের ফিরিয়ে আনা হয়।

এই ঐতিহাসিক অভিযানের সফল সমাপ্তিতে বিশ্বজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ভারতে সুনীতা উইলিয়ামসের প্রত্যাবর্তন নিয়ে উন্মাদনা দেখা গেছে। নাসার তথ্য অনুযায়ী, মহাকাশে থাকাকালীন তাঁরা ১৫০টি গবেষণা কার্যক্রমে ৯০০ ঘণ্টার বেশি সময় ব্যয় করেছেন। এই ঐতিহাসিক অভিযানের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়— “কথা দিয়েছিলাম, কথা রাখলাম।”

Related Articles