হঠাৎ বিমানে আগুন , কী হল ২৯৭ যাত্রীর ! দেখুন ভাইরাল ভিডিও

Truth Of Bengal : হঠাৎ বিমানে আগুন । রান ওয়ে ছোঁয়ার আগেই বিপত্তি সৌদি এয়ারলাইন্সের বিমানে। আগুন ধরে যায় বিমানে। ঘটনা ঘটেছে পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে। ল্যান্ডিং গিয়ারের সমস্যার জন্য আগুন ধরে যায়। যদিও কর্তৃপক্ষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিভিয়ে যাত্রীদেরকে উদ্ধার করা হয়েছে। এই বিমানে ছিলেন ২৯৭ জন যাত্রী। তাদের প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়েছে কেউ ঘটনায় আহত হননি। তবে সৌদি এয়ারলাইন্সের এসভি ৭৯২ বিমান টি সৌদি আরবের রিয়াদ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পেশোয়ার বিমানবন্দরে রানওয়ে ছোঁয়ার আগেই লেগে যায় আগুন। খবর যায় দমকলে, পৌঁছোয় উদ্ধারকারীর দল্ও । তাদের তৎপরতায় আপৎকালীন দরোজা দিয়ে যাত্রীদের নামানো হয়। সেই নামানোর ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল সাইটে। যেখানে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে নয় রীতিমতো গড়াতে গড়াতে নামছেন যাত্রীরা । প্রত্যেকে সুস্থ আছেন বলেই খবর।
Saudi Airline’s plane ✈️ got fire at Peshawar airport, safety protocols are activated. pic.twitter.com/iuxq6mmxjd
— فرحان الحق کیانی (@Farhan_Kiyani) July 11, 2024
তবে বিমানে আগুন ধরার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা তাদের মধ্যে নামার জন্য রীতিমতো পুরোপুরি শুরু হয়ে যায়। পরে সৌদি এয়ারলাইন্সের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় চাকাতে কোন সমস্যা হয়েছিল, ধোঁয়া বেরোতে দেখা যায়নি।