আন্তর্জাতিক

ইস্তাম্বুলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ

Strong 6.2 magnitude earthquake hits Istanbul, people flee their homes in panic

Truth of Bengal: ৬.২ মাত্রার শক্তিশালী ভুমিকম্পে কেঁপে উঠল তুরস্কের ইস্তাম্বুল শহর। গত কয়েক বছরের মধ্যে এটি শহরটিতে আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ইস্তাম্বুল শহর থেকে প্রায় ৮০ কিমি পশ্চিমে সিলিভরি এলাকায়। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৬.৯২ কিমি।

তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

তুরস্কের সংবাদমাধ্যম টিজিআরটি জানিয়েছে, একজন ব্যক্তি ভূমিকম্পের সময় আতঙ্কে বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়েছেন। ঘটনার সময় তুরস্কে জাতীয় ছুটির দিন চলছিল।

এএফএডি স্থানীয় মানুষদের সতর্ক করে জানিয়েছে, যাদের বাড়ি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন সেগুলোতে না ঢোকেন।

এদিকে জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিমি গভীরতায় ছিল। সার্বিকভাবে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও মানুষজন এখনো আতঙ্কে রয়েছেন।

Related Articles