সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হান কাং
South Korean writer Han Kang won the Nobel Prize in Literature

Truth Of Bengal: দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত সাহিত্যিক হান কাং সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন। বৃহস্পতিবার দ্য সুইডিশ অ্যাকাডেমি হানের নাম ঘোষণা করে। হানের লেখায় মানবজীবনের ভঙ্গুরতা চিত্রিত হয়েছে, যা কবিতার আদলে গদ্যের মাধ্যমে ফুটে ওঠে।
In her oeuvre, 2024 literature laureate Han Kang confronts historical traumas and invisible sets of rules and, in each of her works, exposes the fragility of human life. She has a unique awareness of the connections between body and soul, the living and the dead, and in her… pic.twitter.com/iS5KsU7GtM
— The Nobel Prize (@NobelPrize) October 10, 2024
১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ করা হান কাং তার বাবার সুত্রেই সাহিত্যিক পরিবেশে বড় হয়েছেন। মাত্র ২৩ বছর বয়সে কবি হিসেবে তার সাহিত্য জীবন শুরু হয় এবং ১৯৯৩ সালে পাঁচটি কবিতা প্রকাশ করেন। এরপর ১৯৯৪ সালে রেড অ্যাঙ্কর নামক তার প্রথম উপন্যাস প্রকাশ করে সাহিত্য প্রতিযোগিতায় সেরার শিরোপা অর্জন করেন। সেইসঙ্গে পরের বছর প্রকাশিত ছোট গল্পের সংকলনও প্রশংসিত হয়।
২০০০ সাল থেকে হান কাং একের পর এক উপন্যাস এবং ছোট গল্পের সংকলন প্রকাশ করতে থাকেন। ২০১৬ সালে তার উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’-এর জন্য বুকার প্রাইজ পান। এবার নোবেল পুরস্কার অর্জন করায় তার সাহিত্যকর্মের আন্তর্জাতিক স্বীকৃতি আরও বেড়ে গেল।
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, হানের গদ্যে কবিতার ছন্দ স্পষ্ট, যেখানে মানবজীবনের ভঙ্গুরতা, দেহ এবং মনের যোগস্থল প্রকাশিত হয়েছে।
গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন নরওয়ের সাহিত্যিক জন ফোসে, যিনি মূলত নাটক ও গদ্য রচনা করেই পরিচিত। হান কাংয়ের নোবেল জয় সাহিত্য প্রেমীদের জন্য এক নতুন যুগের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা।