নতুন বছরে নতুন আইন, মৃত্যুদণ্ড আইনে বদল আনল দক্ষিণ আফ্রিকা
South Africa introduced new laws in the new year, changes to the death penalty law

Truth Of Bengal : নতুন বছরেই সুখবর দক্ষিণ আফ্রিকার জন্য। বদল হল মৃত্যুদণ্ড আইন। আনুষ্ঠানিক ভাবে দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ে মৃত্যুদণ্ড বাতিল করেছে। ইতিমধ্যেই ৬০ জনের মতো বন্দির মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে দেশটিতে। প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া এই আইন স্বাক্ষর করেছে। এই আইন নিয়ে এখন তুমুল চর্চা চলছে দেশটিতে।
জানা গেছে মৃত্যুদণ্ড আইন বাতিল করে তার পরিবর্তে এক নতুন আইন স্বাক্ষর করেছে দেশটির প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া। নতুন বছর থেকেই এই আইন কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। নতুন আইন অনুযায়ী, দেশে যদি কোন কারণে জরুরী অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে কাউকে।
বহুদিন ধরেই দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে চলছে মৃত্যুদণ্ড বাতিল করা নিয়ে নানা আন্দোলন। আর এই আন্দোলনকে সমর্থন করেছে দেশটির প্রেসিডেন্ট। এই আন্দোলনের জেরেই মৃত্যুদণ্ড শেষমেশ বাতিল করা হল। যখন জরুরী প্রয়োজন পড়বে তখন অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তার আগে নয়।
এইদিকে জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ড বাতিল নিয়ে ভোট করানো হয় ডিসেম্বরের শুরুর দিকে। তাতে মৃত্যুদণ্ড তুলে নেওয়ার বিষয়ে ভোটের সংখ্যা থাকে বেশি। যে কারণে প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া এই আইন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।