নিজের মাকে কুপিয়ে খুন ছেলের? ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ছেলে আটক করেছে পুলিশ
Son hacked to death his mother? Police have already arrested the accused boy in the case

Truth of Bengal: কথায় বলে মা ও শিশুর সম্পর্ক এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক গুলির মধ্যে একটি। শিশুকে ভালো মতো লালনপালন করার জন্য একজন বাবার যেমন অবদান রয়েছে ঠিক তেমনি অবদান রয়েছে একজন মায়েও। এক ছোট্ট শিশু যখন প্রথম কথা বলতে শেখে তখন তার গলা দিয়ে আদ আদ স্বরে মা ডাকটা শুনতে পছন্দ করেন একজন মা। কিন্তু সেই শিশু বড় হয়ে যখন সেই মাকেই খুন করে তখন? হ্যাঁ, এমনই এক হাড়হিম করা কাণ্ড ঘটেছে বাংলাদেশের কক্সবাজার পৌরসভার পশ্চিম বড়ুয়া পাড়ায় ।
২৮ বছর বয়সের হোসাইন মোহাম্মদ নিজের মা কে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। তার মায়ের বয়স ৫৫ বছর। নাম আনোয়ারা বেগম। জানা যাচ্ছে শুক্রবার রাত আড়াইটের দিকে এই নির্মম হত্যা কাণ্ড করেছে ছেলে হোসাইন মোহাম্মদ। এই ঘটনার পর ছেলে হোসাইন নিজেই কক্সবাজার সদর মডেল থানায় হাজির হয়ে পুলিশকে সব সত্যিটা জানান। অভিযুক্ত ছেলে জানিয়েছে ঘটনার সময় বাড়িতে মা একা ছিল, তার বাবা চিকিৎসার জন্য বাইরে গেছে।
স্থানীয়দের কথায় ছেলে প্রথম থেকেই নেশাগ্রস্ত। বাড়ি থেকে টাকা নেওয়া নিয়ে হোসাইন এর প্রায় বচসা হত মায়ের সঙ্গে। এমনকি মা কে খুন করার আগের মুহুরতেও তাঁদের উভয় পক্ষের মধ্যে বচসা চলছিল মদক কেনার টাকা নিয়ে। পরে এই টাকা নিয়ে বচসার জেরেই মাকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে খুন করে বসে ছেলে। এর পর ঘরে তালা মেরে নিজেই নিজের জন্য অভিযোগ দায়ের করতে যান পুলিশ থানায়। এই ঘটনায় ইতিমধ্যেই ছেলে কে আটক করেছে পুলিশ। চলছে মামলার প্রস্তুতি।মহিলার রক্তাক্ত দেহ উদ্ধান করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্বর্গে।