তাহলে কী জো বাইডেন সত্যি ইজরায়েলের নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ! চর্চা তুঙ্গে
So is Joe Biden really angry at Israel's Netanyahu! Practice is intense

The Truth Of Bengal: ইজরায়েলের বর্তমান দুঃসময়ে সমস্ত দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা ও ব্রিটেন। এসবের পরে ইজরায়েল দেশের কিছু সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অনেক ক্ষুব্ধ রয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর।
কিছু দিন আগে নেতানিয়াহু আমেরিকাতে গিয়ে বাইডেনের সাথে বৈঠক করেন। চলতি বছরের ১-ই অগস্টও ফোনের মাধ্যমে আবারো তাঁরা একে অপরের সাথে কথা বলেন। তার পরেই নাকি বাইডেনের সন্দেহ হয়েছে যে, নিজের রাজনৈতিক স্বার্থের জন্য নেতানিয়াহু আমেরিকার কাছে হামাসের বিরুদ্ধে কিছু ভুল তথ্য দিয়েছেন।
ইজরায়েলকে বারংবার বিপুল অস্ত্র-অনুদান দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা, কিন্তু সে কথাও নাকি নিজের ঘনিষ্ঠ মহলে স্বীকার করতে চাননি ইজরায়েল। জানা গিয়েছে, এ কথা জানার পরই চলতি মাসের ১ তারিখে নেতানিয়াহুকে ফোনে নিজের মনের ক্ষোভ জানিয়েছেন বাইডেন। এমনকি আমেরিকান প্রেসিডেন্ট নাকি নেতানিয়াহুকে হুমকি দিয়েছেন। তবে নেতানিয়াহু সরকার এ বিষয়ে এখনও কোনও মন্তব্য রাখেননি।