আন্তর্জাতিক
Trending

‘আমেরিকানদের ওপর চাপিয়ে দেওয়া হবে শরিয়া আইন’, ভাইরাল রিপাবলিকান চিপ রয়ের বক্তব্য

'Sharia law will be imposed on Americans', viral Republican Chip Roy's statement

The Truth Of Bengal : আমেরিকান সমাজে শরিয়া আইনের সম্ভাব্য আরোপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ। মার্কিন হাউসে একটি সাম্প্রতিক ভাষণে রিপাবলিকান চিপ রয় আমেরিকান সমাজে শরিয়া আইনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে তাঁর আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি সীমান্ত নিরাপত্তা এবং বিদেশি সাহায্যের বিষয়ে বৃহত্তর উদ্বেগের কথা তুলে ধরেন। শরিয়া আইনের প্রভাব সম্পর্কে তাঁর উদ্বেগের কথা তুলে ধরেন।

চিপ রয় বলেন, ‘শরিয়া আইন সম্পর্কে আমি বেশ কিছু দৃঢ় প্রমাণ পেয়েছি।‘ রয় আমেরিকান জনগণের উপর এর সম্ভাব্য আরোপ সম্পর্কে তাঁর আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি ব্রিটেনকে বিরাট মুসলিম ইমিগ্রেন্ট দেশ হিসাবে চিহ্নিত করেছেন। যারা ইসরায়েলের প্রতিপক্ষকে সমর্থন করে তাদের সমালোচনা করেছেন। বিশেষ করে ইংল্যান্ডের লিডসে সম্প্রতি নির্বাচিত কাউন্সিল সদস্য মতিন আলির কথা উল্লেখ করেছেন।

চিপ রয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ভিডিওতে প্রতিক্রিয়া দিতে দেখা যায়। যেখানে আলিকে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে বিজয় উদযাপন করা এবং গাজার সঙ্গে সংহতি প্রকাশ করতে দেখা যাচ্ছে। এই ভিডিও-তে রয়ের প্রতিক্রিয়া সংক্ষিপ্ত, ‘আমেরিকাতে আসছে।‘

কে এই চিপ রয়? তিনি একজন প্যালেস্টাইন-বিরোধী সমালোচক হিসেবে পরিচিত। বক্তৃতায় রয় অভিবাসনের দিকে মনোযোগ দেন। কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের পক্ষে জোর সওয়াল করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর বিদেশির জন্ম এবং তাঁদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর পরামর্শ, এটি পশ্চিমা মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ।

রায় অভিবাসীদের জন্য দক্ষিণ সীমান্ত বন্ধ করার পক্ষে অন্যতম সোচ্চার। তিনি বলেন,  আমাদের জনসংখ্যার 20-কিছু শতাংশের বেশি বিদেশি। যা এখন আমাদের দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। লোকেরা বলে, ‘এটা কি দারুণ নয়?’ তাই না?’ এই ভাবে কটাক্ষ করেন চিপ রয়।

Related Articles