আন্তর্জাতিক
Trending

রাশিয়ার সামরিক বিমানে আগুন, ১৫জনের মৃত্যুর আশঙ্কা, ভেঙে পড়ল মস্কোর উত্তরপূর্বের ইভানোভা অঞ্চলে

Russian military plane on fire

The Truth Of Bengal : রাশিয়ার যুদ্ধ বিমান ভেঙে পড়ার একমাস পর আবার বিপত্তি।এবার রাশিয়ার সামরিক বিমানে ধরে গেল আগুন। অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।জানা গেছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে সেই সামরিক বিমান ভেঙে পড়ে  মস্কোর উত্তরপূর্বের ইভানোভা অঞ্চলে  ।এই ঘটনা ঘটে মঙ্গলবার। যখন আইএল -৭৬ নামে যুদ্ধ বিমান যখন নীচে নামার চেষ্টা করছিল তখনই এই অগ্নিকাণ্ডের বিপদ দেখা যায়। বিমানের একটি ইঞ্জিনে সবার আগে আগুন লেগে যায়।

সেদেশের সংবাদমাধ্যমের তরফে জানা গেছে,ধ্বংসস্থল থেকে কালো ধোঁয়া উঠতে থাকে প্রাথমিকভাবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন,উড়ানের কিছুক্ষণ পরেই এই আগুন ধরে যায়।ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। এই আবহেই  ঘটে  চলেছে একের পর এক বিমান দুর্ঘটনা।

একমাস আগে, রাশিয়ার   ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের নিয়ে ভেঙে পড়ে   একটি বিমান।   বেলগোরোদ অঞ্চলে সেই বিমান দুর্ঘটনা ঘটে। ইলিউশিন-৭৬ নামের সামরিক এই বিমান ভেঙে পড়ে ওই অঞ্চলে।  এবারা আবার সামরিক বিমানের এই অগ্নিকাণ্ড ও ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক বাড়ছে রাশিয়ার সামরিক বাহিনীতে।

 

FREE ACCESS

Related Articles