আন্তর্জাতিকদেশ

বরফের চাদরে ঢেকেছে কাশ্মীরের রাস্তাঘাট, সম্ভাবনা তুষারধসেরও

Roads in Kashmir are covered in snow, there is a possibility of avalanche

The Truth Of Bengal: বিগত কয়েকদিন ধরেই বরফের চাদরে ঢেকেছে কাশ্মীরের রাস্তাঘাট। উত্তরের আরও তিন রাজ্যে অতিরিক্ত তুষারপাতের কারণে তুষারধস নামার সম্ভাবনার কথা জানাচ্ছে এবার মৌসমভবন। অতিরিক্ত তুষারপাতের কারণে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলায় শীত বিদায়ের পালা চলছে। অন্যদিকে উত্তরভারতে এখনও শীতের দাপট অব্যাহত। তলছে তুষারপাত। উত্তরভারতের আরও তিন রাজ্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও সিকিমের উঁচু এলাকায় ভারী বৃষ্টি ও ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। জারি কমলা সতর্কতা। আগামী ৭ ফ্রেব্রুয়ারী পর্যন্ত বিক্ষিপ্তভাবে বরফ হিমাচলপ্রদেশের বিভিন্ন এলাকাতে পড়তে পারে। বিগত কিছুদিন ধরেই বরফ পড়েছে কাশ্মীরে। সাদা বরফের চাদরে ঢেকেছে কাশ্মীরের রাস্তাঘাট। বরফের আস্তরণে ঢেকেছে একাধিক বাড়িও। আবহবিদেরা জানাচ্ছেন মঙ্গলবার থেকে কিছুটা পরিবর্তন হয়ে উন্নতি হতে পারে আবহাওয়ার এমনটাও জানা যাচ্ছে।

রবিবারও অত্যাধিক তুষারপাতের কারণে কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে ব্যাহত হয়ে পড়েছে জনজীবন। একাধিক বামানও বাতিল হতে দেখা যায়। জাতীয় সড়ক সব বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিরিক্ত বরফের কারণে বন্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়ে পর্যটকরা। আটকে পড়েন পাহাড়ে। অন্যদিকে দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাবে অসময়ে বৃষ্টি চলছে। এমনকি উত্তরাখণ্ডের নিচু এলাকাও অসময়ের বৃষ্টিতে ভিজেছে।  রবিবার বৃষ্টির কারণে রাজ্যগুলির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়। কমে যায় দিনের তাপমাত্রা। এই খালখেয়ালি আবাহাওয়ার কারণে বহু বিমানসংস্থা যাতরীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে।

Free Access

Related Articles