আপাতত স্থগিত কাতারের বৈঠক! গাজায় যুদ্ধবিরতি নিয়ে নয়া তথ্য দিলেন বাইডেন
Qatar meeting suspended for the time being! Biden gave new information about the cease-fire in Gaza

Truth Of Bengal: কাতারের রাজধানী দোহায় গাজায় চলা যুদ্ধ বিরতি প্রতিষ্ঠার জন্য যে বৈঠক চলছিল আপাতত ১৬-ই আগস্ট শুক্রবার তা স্থগিত রাখা হয়েছে। তবে আগামী সপ্তাহে এ নিয়ে আবারো মধ্যস্থতাকারীরা বৈঠকে বসবেন। এই বৈঠকের মাধ্যমে যুদ্ধের অবসান এবং ইসরায়েলে বন্দি থাকা গাজাবাসীকে মুক্তি করতে চুক্তি সইয়ের লক্ষ্যে প্রচেষ্টা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা।
কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর এক যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটন এক নয়া প্রস্তাব প্রকাশ করেছে। এই প্রস্তাবে কিছু সমঝোতার পয়েন্ট প্রমুখ রয়েছে যার মাধ্যমে শীঘ্রয় যেকোনো চুক্তি কার্যকর করা যেতে পারে। এ প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীরা কাজ করে যাবেন বলে জানিয়েছেন।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জাত আল–রিশককে মধ্যস্থতাকারীরা যা বলেছিলেন, সেই বিষয়ের উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ইসরায়েল আগের আলোচনায় সম্মত হওয়া বিষয় মেনে চলেনি।’ ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুদ্ধবিরতির বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে আলোচনা।
বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় আলোচনাকারীরা সবাই মতৈক্যে পৌঁছেছেন। এখন এ আলোচনার ইতি টানতে সত্যিকার অর্থেই নতুন উদ্যোম দেখা যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আলোচনায় অংশগ্রহণকারী ইসরায়েলি প্রতিনিধিরা যথেষ্ট ক্ষমতাবান। বেশ কিছু বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে। এসব বিষয়ে আমরা কাজ করছি।’
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সাথে তিনি আলাপ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তাঁরা তাঁদের সমর্থন জানিয়েছেন।