আন্তর্জাতিক

শিক্ষকদের কর্মবিরতিতে ব্যাহত পঠনপাঠন, পেনশন নিয়ে বাংলাদেশের অধ্যাপকরা অনড়

Professors of Bangladesh are adamant about teaching, pension due to teacher strike

Bangla Jago Desk: বাংলাদেশের অধ্যাপকদের অসন্তোষ বজায় রয়েছে।সর্বজনীন পেশন কর্মসূচি প্রত্যাহারের দাবি তুলল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।যার জেরে লাগাতার আন্দোলনে নেমেছেন প্রতিবেশী দেশের অধ্যাপকরা। ১জুলাই থেকে সার্বিক কর্মবিরতিতে অংশ নিয়েছেন অধ্যাপকরা। শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে মঙ্গলবার বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি বলেন,এই ধরণের কাজ আইন বিরুদ্ধে।পঠনপাঠনের স্বার্থে আন্দোলন প্রত্যাহার করার পক্ষে মতপ্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশের সরকার স্পষ্ট করেছে,এবছরের ৩০জুন  পর্যন্ত যাঁরা কর্মরত রয়েছেন তাঁরা আগের মতোই সুবিধা পাবেন। নতুনদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে। সার্বিক স্বার্থে তাই শিক্ষকরা যাতে সুর নরম করে সেজন্য সরকার পক্ষ আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে।যদিও বাংলাদেশের অধ্যাপকরা তাতে কান দিতে রাজি নন। তাঁরা লাগাতার আন্দলোনের মাধ্যমে দাবি আদায়ে মরিয়া। বাংলাদেশে রয়েছে ৩৫টির কাছে বিশ্ববিদ্যালয় রয়েছে।সেইসব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকরা কর্মবিরতিতে অংশ নেওয়ায় কিভাবে পরীক্ষা থেকে নিত্যদিনের পড়াশোনা চলবে তাই নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

সাধারণ পড়ুয়ারা চিন্তায় পড়েছেন।উচ্চ শিক্ষায় যাঁরা ভালো রেজাল্ট করতে চান,তাঁরা ভাবছেন কবে এই অধ্যাপকদের কর্মবিরতি উঠবে।কবে থেকে আবার স্বাভাবিক পঠনপাঠন শুরু হবে।সবমিলিয়ে বাংলাদেশের অধ্যাপকদের আন্দোলন প্রত্যাহার না হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জট যে কাটবে না তা বলাই যায়।অভিভাবকরা বলছেন,খোলামেলা আলোচনার মধ্য দিয়ে সুষ্ঠু শিক্ষা নীতি গ্রহণ করা হোক।অধ্যাপকদের দাবিকে সম্মান জানিয়ে হাসিনা সরকার যাতে আলোচনার পথ খোলে সেই আবেদনও রাখছেন কিছু অভিভাবক।

Related Articles