অক্টোবর নয় নভেম্বরের ১ তারিখ থেকে ওপার বাংলায় বন্ধ পলিথিন
Polythene closed in Upper Bengal from October 1st to November 1st

Truth Of Bengal : চলতি বছরের ১ নভেম্বর থেকে বন্ধ পলিথিন জাতীয় সকল ব্যাগ। ২৪ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরে ক্লিন-আপ কার্যক্রম উদ্বোধন ও বিকল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।
এদিন উপদেষ্টা বলেন, নভেম্বর মাসের শুরু থেকেই ক্রেতাদের আর কোন পলিথিন ব্যাগ দেওয়া যাবে না। এর পাশাপাশি তিনি জানান, কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় এই পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমের কারণে অভিযান চালানো হবে।
রিজওয়ান হাসান এর সাথে বলেন, পলিথিন বিরোধী কার্যক্রম শুরু করা হবে অভিযানের মধ্য দিয়েই। কঠোর হওয়ার বা সতর্ক করার সময় শেষ, এখন শুধু ব্যবস্থপনা গ্ৰহন করতে হবে।
তিনি অন্তর্বর্তী সরকারকে বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি, পলিথিন ব্যবহার নিষিদ্ধের অভিযানে আর নামতে হবে না।”
পরিবেশের জন্য পলিথিন ব্যবহার যে কতটা ক্ষতিকর তা উল্লেখ করে তিনি বলেন, “আন্তর্জাতিকভাবে পলিথিনের ক্ষতির মাত্রা প্রমাণিত। পলিথিন এর বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজ ব্যবহার করা যেতে পারে।”
উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৯ তারিখে রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, অক্টোবরের ১ তারিখ থেকে সুপারশপে কোন ধরনের পলিপ্রপিলিনের ব্যাগ রাখাও যাবে না আর ক্রেতাদের দেওয়াও যাবে না। এবার সেই দিন পরিবর্তন হয়ে নভেম্বরের ১ তারিখে নিয়ে যাওয়া হল।