আন্তর্জাতিক

ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, উদ্ধার রক্তাক্ত মৃতদেহ

Police recovered the body from the river bank

The Truth of Bengal: বাংলাদেশের ফেনী শহরের মুহুরী নদীর পাড় থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ । এ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে গতকাল রাত্রে খুন হয়েছেন এই ব্যবসায়ী । তাকে কারা কেন খুন করল তার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ তদন্তে নেমে জানতে পারে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির নাম নেজাম উদ্দীন, বয়স ৪৫ । শনিবার ভোর পাঁচটা নাগাদ নেজামের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, নেজামকে ঘাড়ের পিছনের দিকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে, এছাড়াও তাঁর ডান হাতের পিছনের দিকের অংশেও পাওয়া গেছে কোপের চিহ্ন। তবে এই খুনের ঘটনার নেপথ্যে কারা জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে তদন্ত চলছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে পূর্ব শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে। তবে কি নিয়ে পূর্ব শত্রুতা তা এখনো স্পষ্ট নয়। নেজামের স্ত্রী সাদিয়া আক্তার জানান, গতকাল বিকালে নেজাম উদ্দিন বাড়ি থেকে শহরে যান। কিন্তু আর বাড়ি ফেরা হল না, ভোরে বাড়ি এল তার মৃতদেহ। জানা গেছে কাজ শেষ করে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির জন্য রওনা দেন তিনি, কিন্তু তার আগেই সব শেষ। নেজাম কেন বাড়ি ফিরল না তা খোঁজ করতে গিয়ে তার বাড়ির লোকেরা যখন চারিদিকে তল্লাশি শুরু করে তখন ভোররাতে নেজামের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তার দাদা। খবর যায় পুলিশে। উদ্ধার হয় মৃতদেহ।

Related Articles