বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি, আবেদন আদালতে
Petition filed in court demanding ban on ISKCON in Bangladesh

Truth Of Bengal: ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এমনটাই দাবি উঠলো বাংলাদেশে। রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত চিন্ময়কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে একদল হামলাকারী চট্টগ্রামের আদালতে কুপিয়ে খুন করেছে সরকারি আইনজীবীকে। মঙ্গলবার এই ঘটনার কারণেই বাংলাদেশে দাবি উঠলো ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার। সেই দাবীকে কেন্দ্র করেই বুধবার হাইকোর্টে ইসকন নিষিদ্ধ করার মামলা দায়ের করার আবেদন জমা পড়েছে।
অ্যার্টনি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান বলেছেন, নানান ধরণের পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে এক উত্তাল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এই বিষয় সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশের সাম্প্রতিক বিষয় সরকারের পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট।
অভিযোগ উঠেছে, ২৫ আগস্ট চট্টগ্রামে এক সমাবেশে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগ উঠেছে। সোমবার ঢাকায় রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয় চিন্ময়কৃষ্ণ দাসকে। জানা যাচ্ছে, চিন্ময়কৃষ্ণ ইসকন থেকে বহিষ্কৃত। ইসকনের তরফে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়ে চিন্ময়কৃষ্ণর মুক্তি চাওয়া হয়।
মঙ্গলবার চিন্ময়কৃষ্ণকে জেলে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের মহকুমা আদালতে হামলায় অভিযুক্ত ইসকন এবং চিন্ময়কৃষ্ণের ভক্তরা। আদালত প্রাঙ্গনের মধ্যেই কুপিয়ে খুন করা হয় সরকারি আইনজীবীকে। নিহতের নাম সাইফুল ইসলাম আলিফ, আনুমানিক বয়স ৩৫।
অভিযোগ ওই সরকারি আইনজীবীকে বাংলাদেশ ইসকনের অনুসারী ও চিন্ময়কৃষ্ণ দাসের অনুসারীরা খুন করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসকন বাংলাদেশ শাখা।