বাংলাদেশকে দেখে লজ্জিত পাক প্রধানমন্ত্রী, তাতপর্যপূর্ণ মন্তব্য শাহবাজ শরিফের
Pakistan Prime Minister is ashamed to see Bangladesh, Shahbaz Sharif's significant comments

The Truth Of Bengal : একটা সময় পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। বর্তমানে সেই বাংলাদেশই চরম উন্নতির মুখ দেখছে। অন্যদিকে পাকিস্তানের অবস্থা সম্পূর্ণরূপে উল্টো। বিগত বেশকিছু বছর ধরেই চরম আর্থিক সংকট চলছে পাকিস্তানে। আর এই পরিস্থিতি দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লজ্জিত। সম্প্রতি ব্যাবসায়ীদের নিয়ে একটি আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন শাহবাজ শরিফও। সেই আলেচনাসভা থেকেই বাংলাদেসের তুলনা টানেন তিনি। বলেন, বাংলাদেশকে দেখে লজ্জা লাগে।
পাকিস্তানের আর্থিক অবস্থা বিগত বেশ কয়েকটি বছর ধরেই শোচনীয়। যার জেরে সদেশের সাধারণ মানুষও নাজেহাল। এই সংকট থেকে মুক্তি পেতেই মূলত ওই সবার আয়োজন করা হয় ব্যবসায়ীদের নিয়ে। ওই সভাতেই আর্থিক সংকট ও অর্থনীতির খারাপ পরিস্থিতি নিয়ে পাক প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের প্রসঙ্গ টেনে পাক প্রধানমন্ত্রী ব্যআবসায়ীদের জানান, একটা সময় পূর্ব পাকিস্তান নামে পরিচিত দেশটির বর্তমান অবস্থা পাকিস্তানের থেকে অনেক ভালো। এক সময় পশ্চিম পাকিস্তানের বোঝা হিসেবে গণ্য হত এই দেশ।
সেই বোঝা এখন যেখানে পৌঁছেছে, সেখানে তাকালে লজ্জিত বোধ হয়, বলে জানান শাহবাজ শরিফ। এদিনের এই সভামঞ্চ থেকে পাক প্রধানমন্ত্রীর গলায় উঠে আসে ভারতের প্রসঙ্গতও। ভারতের সঙ্গে পাকিস্তানের ব্যাবসায়িক সম্পর্ক গড়ে তুলতে অনেক আগে থেকে চাইছিল পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর কাছে ভারতের সঙ্গে বাণিজ্য বিষয়ক আলোচনা শুরু আর্জি জানিয়েছিলেন পাক ব্যাবসায়ীরা। তাঁদের কথায়, আর্থিকভাবে পুনরায় সচ্ছল হতে গেলে পাকিস্তানকে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্খ গড়ে তুলতেই হবে।