কাশ্মীর ইস্যু তুলেও রাষ্ট্রসংঘে ব্যর্থ পাকিস্তান, নিস্ফলা রইল নিরাপত্তা পরিষদের বৈঠক
Pakistan fails to raise Kashmir issue at UN, Security Council meeting remains fruitless

Truth Of Bengal: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার জন্য পাকিস্তান অনেকটা জোর করেই কূটনৈতিক প্রচেষ্টা চালায়। উদ্দেশ্য ছিল পহেলগাঁওয়ে পর্যটক হত্যার ঘটনার আড়ালে কাশ্মীর ইস্যুকে সামনে আনা। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে কোনও সিদ্ধান্তই বেরিয়ে এল না।
সোমবার রাতে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের প্রতিনিধিরা একটি ক্লোজড-ডোর বৈঠকে অংশ নেন। পাকিস্তান নিজেও এই পরিষদের অস্থায়ী সদস্য হওয়ায় বিষয়টি তাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ দাবি করেন, ভারতের পদক্ষেপগুলি—যেমন সিন্ধু চুক্তি স্থগিত, ভিসা বাতিল ও বাণিজ্য বন্ধ—একটি আক্রমণাত্মক মনোভাবের পরিচয়।
তবে ভারতের পক্ষ থেকে কড়া জবাব দেওয়া হয়। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দেয়, পাকিস্তান এইসব অভিযোগ তুলে শুধু পহেলগাঁওয়ের জঙ্গি হামলা থেকে নজর ঘোরাতে চাইছে। কারণ এই হামলার পেছনে পাকিস্তানের মদতের আশঙ্কা রয়েছে।
গ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দীর্ঘ আলোচনা হলেও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। রাষ্ট্রসংঘও এ নিয়ে কোনও সরকারি বিবৃতি দেয়নি।
ফলে, পাকিস্তানের বহু প্রচেষ্টা সত্ত্বেও নিরাপত্তা পরিষদের এই বৈঠক থেকেও কোনও রকম আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারল না ইসলামাবাদ। কূটনৈতিক দিক থেকে এটি একপ্রকার ব্যর্থতাই।