আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে কমলাকে সমর্থন ওবামার
Obama supports Kamala as President of America

The Truth of Bengal: আগামী ৫ই নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে গলল বরফ। আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলা হ্যারিসকে ফোন করে সমর্থন জানালেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা। কমলাকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে একটি ভিডিয়োও পোস্ট করেছেন ওবামা দম্পতি। যেখানে দেখা গিয়েছে, কমলা ফোনে তাঁদের সঙ্গে কথা বলছেন। এর আগে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে জো বাইডেনের নামের সিলমোহর পড়েছিল।শেষপর্যন্ত তিনি নিজেই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে গেলে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে উঠে আসে ভাইস প্রেসিডেন্ট কমলার নাম৷খোদ বাইডেন তাঁর নাম প্রস্তাব করেন।তবে ডেমোক্র্যাটেরা কমলাকে সমর্থন জানালেও দু’জন এই ব্যপারে ছিলেন চুপচাপ।কমলাকে এত দিন সমর্থন জানাননি ওবামা এবং তাঁর স্ত্রী।
ডেমোক্র্যাটদের এই দুই গুরুত্বপূর্ণ সদস্য কমলাকে সমর্থন জানাননি কেন? তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।বাইডেনের সরে দাঁড়ানো এবং কমলাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করার বিষয়ে একেবারেই খুশি ছিলেন না । ওবামা ঘনিষ্ঠের মধ্যে জল্পনা শুরু হয় ট্রাম্পকে নির্বাচনী লড়াইয়ে হারাতে পারবেন না কমলা। তবে সমস্ত জল্পনার অবসান ঘটল শুক্রবার। ওবামা নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘‘কিছু দিন আগে মিশেল এবং আমি আমাদের বন্ধু কমলাকে ফোন করেছিলাম। আমরা ওকে বলেছি, ও দারুণ প্রেসিডেন্ট হবে। আমাদের পূর্ণ সমর্থন রয়েছে ওর সঙ্গে।
আমাদের দেশের এই কঠিন সময়ে ওর জয়ের জন্য আমরা সব রকম ভাবে চেষ্টা করব। আশা করি আপনারাও আমাদের সঙ্গে যোগ দেবেন।’’ ভিডিয়োতে দেখা গিয়েছে, ওবামা দম্পতি ফোনে ধন্যবাদ জানিয়েছেন কমলাকে।এছাড়াও বলেন কমলার জন্য তাঁরা গর্বিত। কমলা আমেরিকায় নতুন ইতিহাস তৈরি করতে চলেছেন। এর আগে বাইডেনের কথা জড়ানো নিয়ে বহু কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। ডেমোক্র্যাটদের মধ্যেও বাইডেনকে সরানোর চেষ্টা চলছিল তবে অবশেষে বাইডেন নিজেই প্রেসিডেন্টের দৌড় থেকে সরে দাঁড়ান এবং এই পদের জন্য কমলার প্রতি সমর্থন জানান।