আন্তর্জাতিক

আগুনে পুড়ে ছাই ঐতিহাসিক গির্জা সহ স্বরলিপি

Notation with historic church burnt to ashes

Truth Of Bengal : এখনও থামেনি লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী আগুন। আর এবার বিশ শতকের পশ্চিমি সঙ্গীতের জগতের সচেয়ে আশ্চর্যজনক সুরকার আর্নল্ড শোনবার্গের প্রায় এক লক্ষ স্বরলিপির প্রতিলিপি আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। লস অ্যাঞ্জেলেসের পালিসেডসে অবস্থিত সুরকারের পারিবারিক বাড়িও গ্রাস করেছে এই দাবাবনল, যে বাড়িটি ছিল প্রায় ২ হাজার বর্গফুট উঁচু। এই ক্ষতি সঙ্গীত জগতের এক বিরাট ক্ষতি বলে মনে করছেন সঙ্গিতজ্ঞেরা।a

১ সপ্তাহের ও বেশি সময় ধরে এই দাবানল ধ্বংসলীলা চালাচ্ছে লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চলে।  এই দাবানলের আগুনে বহু ভবন বহু বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এই দাবানলে মৃত্যু হয়েছে ২৫ জনের। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে সম্ভাবনা। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু জন। বহু মানুষের ছাদ কেড়ে নিয়েছে এই বিধ্বংসী দাবাবনল। পুড়ে গিয়েছে বহু হলিউডের অভিনেতা অভিনেত্রীর প্রাসাদ। এমনকি এই আগুন বাদ দেয়নি ঐতিহাসিক অল্টাডেনা কমিউনিটি গির্জাকেও। যা অপূরণীয় ক্ষতি বলে মনে করছে গির্জার এক কর্মকর্তা।

অন্যদিকে জলের জোগান কম হওয়ায় ও নতুন এক টর্নেডো আসায় আগুন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে  এই ভয়াবহ দাবানলের।  জানা যাচ্ছে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বইতে পারে সান্টা অ্যানা হাওয়া। যে কারণে আগুন আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা।

Related Articles