আন্তর্জাতিক

‘পৃথিবীতে কেউ অপরিহার্য নয়’- বার্তা বিএনপি নেতার

'No one is indispensable in this world' - message from BNP leader

Truth Of Bengal:বিগত কয়েকদিন ধরেই টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি নির্বাচনের দাবিতে সুর চড়াচ্ছে। প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিতে পারেন মহম্মদ ইউনুস। ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তিনি ইসতফা দেবেন না। ইউনুস পদে থাকবেন কিনা নাকি ইস্তফা দেবেন তা নিয়ে রীতমতো ধোঁয়াশা তৈরী হয়েছে।

শনিবার মহম্মদ ইউনুসের সহ্গে দেখা করবে বিএনপি ও জামাত নেতারা। বিকেল ৮ টে নাগাদ ইউনুসের বাসভবন যমুনায় সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা। সন্ধ্যে ৬ টায় দেখা করবেন জামাতের প্রতিনিধিরা। শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে ইউনুসের পরিষদের সদস্যদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়েও বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার পদে ইউনুসকে চান একাংশ। সেই দাবিতেই, বাংলাদেশে আয়োজন করা হয়েছে মার্চ ফর ইউনুস। তাদের দাবি, ৫ বছরের জন্য মহম্মদ ইউনুসকে প্রধান পদে বসিয়ে জাতীয় সরকার গঠন করা হোক। শাহবাগ থেকে মিছিলের আয়োজন করা হয়েছে।

কোনও সংগঠনের মিছিলের ডাক দেওয়া না হলে রাজনৈটিক মহলের একাংশ মনে করছে, এর পেছনে বৈষম্য বিরোধা ছাত্ররা। বিএনপি-র নেতা, সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন যদি না হয় তাহলে সরতেই হবে ইউনুসকে। নির্বাচন না হলে বিকল্প পথ তৈরি হয়ে যাবে। সালাহউদ্দিন আরো বলেন, উনি নিজে দায়িত্ব ছাড়তে চান না। বিএনপি চায়, আগামী ডিসেম্বর মাসের মধ্যে সম্মানের সঙ্গে একটা নির্বাচনের ব্যবস্থা করুন ইউনুস।

Related Articles