হাসির জন্য নয়া আইন, ইতিবাচক সমাজ গড়তে পদক্ষেপ সরকারের
New law for laughter, steps taken by the government to build a positive society

The Truth Of Bengal: জাপানে চালু হলো আরও একটি নয়া আইন। যা বেশ খানিকটা অদ্ভুত বলা চলে। গত সপ্তাহে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একটি আইন প্রবর্তন এবং পাস করেছে। আর এই আইন অনুযায়ী, প্রতিদিন প্রত্যেকে “তামাশা এবং হাসতে” আহ্বান জানানো হয়েছে। এমনকি আপনি জানলে অবাক হবেন, জাপানের সমস্ত পেশাদার সংস্থাকে “হাসিতে পরিপূর্ণ একটি কর্মক্ষেত্রের পরিবেশ তৈরি করার” নির্দেশ দেওয়া হয়েছে এলডিপির তরফ থেকে।
মানুষ ধীরে ধীরে হাসতে ভুলে যাচ্ছে। কেমন যেনো বিষন্নতায় ভুগছে। তাই এবার বিষন্নতামুক্ত সমাজ গড়ার আশায় সরকারের এই পদক্ষেপ। জাপানের ইয়ামাগাটা প্রিফেকচারের স্থানীয় সরকার একটি অধ্যাদেশ পাস করেছে, যেখানে বাসিন্দাদের প্রতি দিনে অন্তত একবার হাসতে বলা হয় যাতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। নতুন আইনটিতে “হাসির মাধ্যমে স্বাস্থ্যের প্রচার” এর কথা বলা রয়েছে। কার্যত জাপানের বাসিন্দাদের জন্য প্রতি মাসের অষ্টম তারিখটিকে মনোনীত করেছে হাসির জন্য।তবে সরকারের এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনা হচ্ছে। প্রশ্ন উঠছে এমন অদ্ভুত আইন কেন চালু করা হল জাপানে? যার উত্তরে ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিভাগ সাম্প্রতিক এক গবেষণায় জানিয়েছে, যে হাসি ভালো স্বাস্থ্যের সাথে জড়িত এবং মানুষের আয়ু বাড়ায়।
ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ২০২০ সালে লেখা একটি প্রবন্ধে বলেছেন, যারা বেশি হাসেন না বা যাদের হাসির প্রবণতা ও ফ্রিকোয়েন্সি কম, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার এবং অল্প বয়সেই মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। হাসলে মানুষের মন শুধু সুস্থ থাকে না, বরং তাদের জীবনযাত্রাও সুখী হয়, চিন্তাভাবনা ইতিবাচক হয়, কর্মক্ষমতা বৃদ্ধি পায়,আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যার ফলে সমাজ ইতিবাচক হয়ে ওঠে।