আন্তর্জাতিক

আশঙ্কায় নয়াদিল্লি! কী চলছে ইউনুসের মাথায়?

New Delhi in fear! What is going on in the head of Yunus?

Truth Of Bengal: সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভারতের বিদেশমন্ত্রী সহ উপস্থিত থাকবেন বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকারের নেতারা। ওই সময় ওখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন। দুই রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সাউথ ব্লকের পক্ষ থেকে মহাম্মদ ইউনুসের সাম্প্রতিক পদক্ষেপগুলি যথেষ্ট আশঙ্কার বলে জানা গিয়েছে।

সাউথ ব্লক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ইউনুসকে ঘিরে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, এমনকি দাবি করা হচ্ছে মৌলবাদী ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি ইউনুসের সঙ্গে চরমপন্থী গোষ্ঠী হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সাক্ষাৎ করেন, এর জেরে রীতিমত উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের নয়া রাজনৈতিক প্রেক্ষাপট মৌলবাদীদের আশ্রয় দিচ্ছে কিনা তা নিয়ে জল্পনাও শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস রাজনৈতিক পরিসরে হেফাজতের প্রভাবকে হয়তো বৈধতা দিচ্ছেন বলে অনুমান করছে নয়াদিল্লি। ধারণা করা হচ্ছে এসবের জেরে মৌলবাদী উপাদানগুলি আরো সাহসী হয়ে উঠতে পারে।

যদি জামায়াতে ও হেফাজতে ইসলাম রাজনৈতিক সুবিধা পায় তাহলে লিঙ্গ নীতি, শিক্ষা ও সাংস্কৃতিক অনুশীলনে বাংলাদেশে পরিবর্তন আসতে পারে আতা জেরে সামাজিক সংখ্যা তো বৃদ্ধি পেতে পারে বলে মনে করছে কূটনৈতিক শিবির। ধর্মনিরপেক্ষ কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায় আর বিপন্ন বোধ করবে।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ওপর বাংলার অন্তর্গত সরকার সম্পর্কে কোন মন্তব্য করতে চাননি। তিনি বলেন, সেটি বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়।’ এর পাশে তিনি বলেন, “বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। দু’দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগ রয়েছে।”

Related Articles