মানুষের মাথায়ও কন্ট্রোল করতে চান মাস্ক, তৈরি করে ব্রেন চিপ
Musk wants to control people's heads by making brain chips

The Truth Of Bengal : আমেরিকার আরবপতি প্রতি এলন মাস্ক টেকনোলজি সেক্টরে নতুন কিছু করে থাকে। তার কোম্পানি বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকে। তার একটি কোম্পানি নিউরল ইন্টারফেস টেকনোলজিতে কাজ করে। তাদের কোম্পানি মস্তিষ্কের প্রযুক্তির ব্যবহার করে শরীরের রোগের পরীক্ষা হচ্ছে ব্রেন চিপ এর মাধ্যমে। মস্তিষ্ক এবং কম্পিউটারকে যুক্ত করার পরীক্ষা সংক্রান্ত বিষয়ে দ্রুতগতি এসেছে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মক্স এবং নিউরালিংক এর টিম ব্রেন ট্রান্সপ্লান্টের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে উপলব্ধি করেন এবং কোম্পানির এই উদ্যোগের কথা ঘোষণা করেন। জানুয়ারিতে নিউরালিংকের একটি ব্যক্তির মস্তিষ্কের ডিভাইস সংক্রমণ ট্রান্সপ্লান্ট হয়েছিল।
নিউরালিংকে সংঘটিত ইমপ্লান্টেশন এর পরে ওই ব্যক্তিকে ভিডিও গেম তৈরি এবং মস্তিষ্কের কম্পিউটার স্ক্রিন নিয়ন্ত্রণ করা হয়েছে। এলন মাক্স টেকনোলজির প্রতি আগ্রহ রয়েছে এবং নতুন কিছু করতে চান। নিউরালিংক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাসোয়ার্ড মাইক্রো চিপ যা ব্রেনের অ্যাক্টিভিটি রেকর্ড করে এবং পড়তে পারে। যার মাধ্যমে মানুষের মনের কথা দূর থেকে বুঝতে সাহায্য করে। কোম্পানি দাবি করে এই চিপ আপনার মনকে জানতে পারে। এলন মক্স বলেন যে তিনি প্রযুক্তির মাধ্যমে জনগণকে সুপার পাওয়ার দিতে চান সেই সাথে চান মানব মস্তিষ্ক থেকে আরও দক্ষতার কাজ করুক।