আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ভোটের ফলাফলে বিলম্ব নিয়ে অসন্তোষ প্রকাশ মাস্কের

Musk expresses dissatisfaction with delay in California election results

Truth of Bengal: ১৯ দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু ভোটের ফল্প্রকাশের কোনও বালাই নেই।  গণনা শুরুর এতদিন কেটে গেছে কিন্তু তারপরেও ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির ফলাফল এখনও প্রকাশিত হয়নি। আর ঠিক এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে ধনকুবের এলন মাস্ক খোঁচা দিতে গিয়ে তুলে আনলেন শনিবারের ভারতে হওয়া গণনার পরিসংখ্যান প্রসঙ্গ।

মাস্ককে বলতে শোনা গেল, সারা দিনে যেখানে ভারতে ৬৪০ মিলিয়ন  অর্থাৎ, ৬৪ কোটি ভোটের গণনা করা সম্ভব হল। সেখানে ক্যালিফোর্নিয়া ১৯ দিনেও ভোটের   ফলাফলের সরকারি ঘোষণা করতে পারল না। শনিবারে ভারতে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের পাশাপাশি মোট ১৪ রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্র এবং ২টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলও সামনে আসে।

ক্যালিফোর্নিয়া ভোটের ফলাফল প্রকাশিত না হওয়ায় রীতিমতো উস্মা প্রকাশ করে ক্যালিফোর্নিয়া প্রসঙ্গে মাস্ক এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত ১ দিনে ৬৪ কোটি ভোট গুনে ফেললেও অপরদিকে ক্যালিফোর্নিয়া এখনও ভোটের ফলাফল গুনে উঠতেই পারলো না। ক্যালিফোর্নিয়ায় ৯৮ শতাংশ গণনা হলেও এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও ফলাফল ঘোষণা করা সম্ভব হয়ে ওঠেনি।

আমেরিকার জনবহুল অঞ্চল ক্যালিফোর্নিয়াতে ৫ নভেম্বরের ভোট গ্রহণ হয়। আর সেই ভোটের ফলাফল প্রকাশে এত বিলম্ব কেন? সেই প্রশ্ন যখন উঠছে। এর নেপথ্যে আমেরিকার ভোটগণনার প্রলম্বিত প্রক্রিয়া থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। যদি কোনও ভুল-ত্রুটি থাকেও তবে তা দ্রুত সমাধান করে সরকারি ভাবে জয়ী প্রার্থীর নাম ও প্রাপ্ত ভোটের হিসেব দেওয়া হবে বলেও জানা যাচ্ছে।

Related Articles