মাস্কের সাথে মোদির ফোনালাপ, প্রযুক্তি নিয়ে হল আলোচনা
Modi's phone call with Musk, technology discussed

Truth Of Bengal: টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দীর্ঘসময় ধরে দুজনের মধ্যে কথা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই এই সাক্ষাৎকারের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ইলন মাস্কের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। যার মধ্যে এই বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের বৈঠকে আলোচিত বিষয়গুলিও রয়েছে।
সেইসসঙ্গে প্রধানমন্ত্রী আরও জানান, মাস্কের সঙ্গে সাক্ষাতের সময় প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারতে বিস্তর সুযোগ রয়েছে, সে কথাও জানিয়েছি তাঁকে। এই ক্ষেত্রে আমেরিকার সঙ্গে যৌথ ভাবে কাজ করার জন্য ভারত আগ্রহী। চলতি বছরের শুরুতে ট্রাম্প-মাস্কের বৈঠকের পরই এ দেশে বৈদ্যুতিন গাড়ি শিল্পে টেসলা ভারতে নিয়োগ করা শুরু করেছে। এই আবহে মোদির সঙ্গে মাস্কের এদিনের আলোচনা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে আমেরিকা সফরের সময় ওয়াশিংটনে মাস্কের সঙ্গে বৈঠক করেন মোদি। সেইসময় সঙ্গে ছিলেন সঙ্গিনী শিভন জিলিস এবং তিন শিশু সন্তান। এনারা ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযানের একটি অংশ। এরপরেই এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হল টেসলা এবং স্পেসএস্কের কর্তা ইলন মাস্কের। আর তাতেই ভারতে প্রযুক্তি খাতে মাস্কের কোম্পানির বিনিয়োগ করার পথ আরও প্রশস্ত হবে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এখন পর্যন্ত মাস্কের সংস্থা টেসলা এখনও আনুষ্ঠানিক ভাবে ভারতে প্রবেশ করেনি।