আলাস্কায় নিখোঁজ আমেরিকান বিমান উদ্ধার, ১০ জনের মৃত্যুর আশঙ্কা
Missing American plane found in Alaska, 10 feared dead

Truth Of Bengal: আলাস্কায় বৃহস্পতিবার নিখোঁজ হওয়া একটি ছোট বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনিটে আলাস্কার উনালাকলিট শহর থেকে রওনা দেয় বেরিং এয়ারের সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান বিমানটি। বিকেল ৪টা নাগাদ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে ৯ যাত্রী ও ১ পাইলট ছিলেন। বিমানটি নোম শহরের উদ্দেশে রওনা হয়েছিল বলে খবর।
এরপর থেকে দীর্ঘ তল্লাশি অভিযান চালানো হলেও খারাপ আবহাওয়া ও দুর্গম এলাকার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। শুক্রবার, ৫৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নোম শহরের কাছ থেকে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিমানটির ভিতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, বাকি সাতজনও বিমানের ভেতর রয়েছেন। তবে বিমানের অবস্থার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, তবে সেই চেষ্টা চলছে।
ইউএসকেজি জানায়, বিমানে থাকা যাত্রীর কেউই বেঁচে নেই বলে মনে হচ্ছে এবং বাকিদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। এই দুর্ঘটনা আমেরিকার বিমান দুর্ঘটনার সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে ওয়াশিংটন ও ফিলাডেলফিয়ায় দুটি বিমান দুর্ঘটনা ঘটে, যেখানে বেশ কয়েকজন নিহত হন। আলাস্কার এই দুর্ঘটনায়ও ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।