আন্তর্জাতিক

চিনের রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে, ঝলসে মৃত ২২

Massive fire breaks out at Chinese restaurant, 22 die in burns

Truth Of Bengal: চিনের লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরের একটি রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু হয়েছে। আরও ৩ জন আহত হয়েছেন। চিনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় উদ্ধারকারী দল এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন অগ্নিকাণ্ডের সঠিক কারণ খুঁজে বের করতে এবং যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। একই সঙ্গে তিনি আহতদের চিকিৎসা এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

চলতি এপ্রিল মাসে এটি চিনে দ্বিতীয় বড় অগ্নিকাণ্ড। এর আগে ৯ এপ্রিল হেবাই প্রদেশের একটি নার্সিংহোমে আগুন লেগে ২০ জনের মৃত্যু হয়েছিল। সেসময় ওই নার্সিংহোমে ৩৯ জন প্রবীণ মানুষ ছিলেন।

Related Articles