আন্তর্জাতিক

শিক্ষাপ্রতিষ্ঠানে নারী সুরক্ষায় উদ্বেগ প্রকাশ ওপার বাংলার ‘মানুষের জন্য ফাউন্ডেশনে’র

Manush Aayi Foundation of Opar Bengal has expressed concern about women's protection.

Truth Of Bengal: শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের সুরক্ষার নিরাপত্তাহীনতার জেরে উদ্বেগ প্রকাশ করেছে ওপার বাংলার ‘মানুষের জন্য ফাউন্ডেশন’। সোমবার এই সংগঠনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে এক বিবৃতির মাধ্যমে গুরুত্ব আরোপ করেছে।

সম্প্রতি ওপার বাংলার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েরা যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং কর্তৃপক্ষ তাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না। এই ধরনের ঘটনা নিয়মিত ঘটছে এবং খুব কম ক্ষেত্রেই অপরাধীদের বিচারের আওতায় আনা হয়। আইনের আশ্রয় চাইলে পালটা হেনস্তার ভয়ে মেয়েরা নীরবে এসব সহ্য করে। তাদের যন্ত্রণা প্রকাশের জন্যও কোনো নিরাপদ স্থান নেই।’

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। কিন্তু মুক্তি পেয়ে আবারও তিনি সেই একই বিদ্যালয়ে নিয়োগ হন।

Related Articles