মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের তথ্য চেয়ে চিঠি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের
Letter from the Ministry of Liberation War Affairs asking for the information of the persons appointed in the Freedom Fighter Quota

The Truth Of Bengal: সরকারি চাকরির ক্ষেত্রে তৃতীয়-চতুর্থ শ্রেণির পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের সম্পূর্ণ তথ্য চাওয়া হয়েছে। ১৫-ই আগস্ট বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তরফ থেকে মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের সিনিয়র সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
ওপার বাংলায় অভিযোগ উঠেছে, হাসিনা সরকারের শাসনকালে একাধিক অনেক ভুয়ো মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। আর তা দিয়েই চাকরি হয়েছে অনেকের।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম জানান, ভুয়া সার্টিফিকেটের ক্ষমতা দেখিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করা হবে। এর সাথে তিনি জানান সমস্ত ভুয়ো মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হবে।
চিঠিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ হওয়া ব্যক্তিদের তথ্য পাঠানোর জন্য একটি ছক দেওয়া হয়েছে। যেখানে বলা হচ্ছে, “প্রার্থীর নাম থেকে শুরু করে নিয়োগপ্রাপ্ত পদ ও শ্রেণি; বাবার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা, যার মুক্তিযোদ্ধা সনদ/গ্যাজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন (পিতা/মাতা/পিতামহ/মাতামহ) তার নাম ও ঠিকানা; মুক্তিযোদ্ধার নাম, পিতা/মাতা/পিতামহ/মাতামহের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট নম্বর এবং নিয়োগপ্রাপ্ত হওয়ার তারিখ জানাতে হবে।”