আন্তর্জাতিক

ফাঁস ডোনাল্ড ট্র্যাম্পের জল্পনা, ইউরোপ হামলায় সাহায্য করবেনা মার্কিন

Leaked Donald Trump speculation

The Truth of Bengal: ইউরোপে কখন হামলা হলে আমেরিকা সাহায্য করবে না । ২০২০ সালে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্র্যাম্প ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সম্মেলনে  ইউরোপিয়ান কমিশনের রাষ্ট্রপতি উরসুলা ভন ডার লেনকে একথা জানিয়েছিলেন। সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডের দাভোস শহরে। সম্প্রতি ট্র্যাম্পের বলা এই কথা ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শুরু হয়েছে শোরগোল।

ট্র্যাম্পের এই বুলি এতদিনে এসে ফাস করেছে ইউরোপীয় কমিশনের কর্তব্যরত এক কর্মী থিয়েরি ব্রিটেন। ব্রিটেন জানিয়েছেন এই সম্মেলনে উপস্থিত হয়ে ট্র্যাম্পের সঙ্গে বৈঠক হয় ইউরোপিয়ান কমিশনের রাষ্ট্রপতি উরসুলা ভন ডার লেনের। সেই বৈঠকে ট্র্যাম্প বলেন ইউরোপে কেউ হামলা চালালে সেখানে যুক্তরাষ্ট্র কোন সাহায্য করবে কিনা সেই বিষয়ে ভাবতে হবে। ন্যাটো থেকেও যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই বিদায় নেবে।

এ ছাড়াও ইউরোপ থেকে ৪০ হাজার কোটি টাকা পাবে মার্কিন মুলুক। জার্মানদের প্রতিরক্ষার ক্ষেত্রে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। চলতি বছর নভেম্বর মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনে ট্র্যাম্পের নাম উপরেই থাকছে। নির্বাচনে লড়বেন বর্তমান রাষ্ট্রপতি বাইডেন ও। দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ নিয়ে সর্বত্র প্রচার চালাচ্ছে ডোনাল্ড ট্র্যাম্প।

Related Articles