খালেদা জিয়ার প্রত্যাবর্তনে গণতন্ত্রের পথ সুগম হবে: মির্জা ফখরুল
Khaleda Zia's return will pave the way for democracy: Mirza Fakhrul

Truth Of Bengal: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন। তাঁর আগমনে দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদেরমুখোমুখি হয়ে তিনি বলেন, “গণতন্ত্রের রূপান্তরের সময়ে বিএনপি নেত্রীর উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনের অধীনে দীর্ঘদিন ধরে খালেদা জিয়াকে নির্যাতনের শিকার হতে হয়েছে। সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটেছে, তাঁর কারাবাস শেষ হয়েছে এবং চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছিলেন।”
মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, “বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন গণতন্ত্রের পথে আমাদের যাত্রাকে ত্বরান্বিত করবে এবং দেশকে একটি সঠিক ও বৈষম্যহীন পথে পরিচালিত করবে।”
বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে তাঁর দুই পুত্রবধূ, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বাংলাদেশে এসেছেন। উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ত্যাগ করার পর এই প্রথম দেশে ফিরলেন জোবাইদা রহমান।
সোমবার রাতে বাংলাদেশ সময় ৯:৩৫ মিনিটে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সরবরাহকৃত একটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। তাকে বিদায় জানাতে লন্ডনের হিথরো বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীরা।