আন্তর্জাতিক

ফুঁসছে ঝিলম নদী, পাকিস্তানে জারি বন্যার সতর্কতা

Jhelum River is swelling, flood warning issued in Pakistan

Truth Of Bengal: পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পরেই ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে বাড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে আচমকাই কাশ্মীরে তৈরি হল বন্যা পরিস্থিতি। জানা গিয়েছে, শনিবার রাত থেকেই হঠাৎ করেই জল বাড়তে শুরু করেছে ঝিলম নদীতে। যারফলে জলমগ্ন হয়ে পড়েছে পাক অধিকৃত কাশ্মীরেরে বিস্তীর্ণ অঞ্চল। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্‌ফরাবাদ, চাকোটিতে।

এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরের হাট্টিয়ান বালা জেলার বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। মুজফফরাবাদের কাছে আচমকাই ঝিলমের জলস্তর বেড়ে গিয়েছে। হাত্তিয়ান বালাতে জল নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কড়া হচ্ছে সতর্ক। রাতারাতি এভাবে আগাম কোনও সতর্ক বার্তা না দিয়ে জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে সমস্যায় পড়েছেন ওই সব অঞ্চলের বাসিন্দারা।

নদী তীরবর্তী অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের দূরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, অতিরিক্ত জল ছাড়ার ফলে পাক অধিকৃত কাশ্মীরের কোহালা এবং ঢালকোটের মতো নিচু জায়গায় বন্যা পরিস্থিতির জন্য চাষের জমি এবং ফসলের ক্ষতি হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম মারফত দাবি করা হচ্ছে, ঝিলমে ভারত জল ছাড়ার পরে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলা থেকে জল পাকিস্তানে প্রবেশ করে।

এরপর পাক অধিকৃত কাশ্মীরে চাকোঠি এলাকায় হু হু করে বাড়তে থাকে ঝিলম নদীর জল। তবে এই নিয়ে এখন পর্যন্ত ভারতের তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। বলা বাহুল্য, ২২ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ২৮ জন প্রাণ হারান। এই ঘটনার পরেই ভারতের তরফ থেকে সিন্ধু চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।বিশেষজ্ঞদের মতে, সিন্ধু নদীর চুক্তি ভারত স্থগিতের ফলে পাকিস্তানের কৃষি অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আর তাতেই বেশ চাপে পড়ে পাক সরকার। এই আবহে আচমকাই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় হাবুডুবু খাচ্ছে পাকিস্তান।

Related Articles