
The Truth of Bengal: পঞ্চম দেশ হিসাবে চাঁদের মাটিতে পা রাখল জাপান। চাঁদের মাটিতে নির্বিঘ্নে অবতরণ করল জাপানের মহাকাশ যান যার মুন স্নাইপার। তবে অবতরণ করার পর থেকেই স্নাইপারে দেখা দিয়েছে যান্ত্রিক গোলযোগ। মসৃণ ভাবে চাঁদে ল্যান্ড করেনি জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার চন্দ্রযান ল্যান্ডার স্লিম। চাঁদের মাটিতে পা রাখার পরও টেক্কা দিত পারলনা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে।
শুক্রবার চাঁদে অবতরণ করেছে ল্যান্ডার স্লিম। এমনটায় জানিয়েছে জাপানের গবেষণা সংস্থা জাক্সা। এর আগে চাঁদের বুকে সফল ভাবে পা রাখতে সক্ষম হয়েছে আরও ৪ টি দেশ সেগুলিও হল আমেরিকা, রাশিয়া, চিন ও ভারত। জাপান পঞ্চম দেশ হিসাবে চাঁদে অবতরণ করতে পেরেছে। কিন্তু অবতরণের পর থেকেই সোলার প্যানেল থেকে সৌরশক্তি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে।
এইদিকে সৌরশক্তি উৎপন্ন না হলে মহাকাশ যানটির ব্যাটারিতেও চার্জ হবেনা। তাই চন্দ্র যান চাঁদের মাটিতে ঘুরে ঘুরে কোন তথ্যও পাঠাতে পারবেনা জাপানের মহাকাশ সংস্থায়। এই নিয়ে এখন মাথায় হাত জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্র জাক্সা। জাক্সা এক বিবৃতিতে জানিয়েছে চন্দ্র যানে যে পরিমাণ সৌরশক্তি আছে তাতে মুন স্নাইপার কিছুক্ষণ তথ্য পাঠাতে সক্ষম। তারপরে যদি পর্যাপ্ত সৌরশক্তি পাওয়া যায় তাহলে থমকে যাবে মুন স্নাইপার।