আন্তর্জাতিক

অগুনতি মরা মাছ জাপানের উপকূলে

Jpapan Fish Dead

The Truth of Bengal: জাপানের উপকূলে ভেসে উঠেছে হাজার হাজার মাছের মৃতদেহ। যা আগে কখন দেখেননি জাপানের বাসিন্দারা। জাপানের উত্তরদিকে অবস্থিত প্রধান দ্বীপের দক্ষিণ হাকোদাতে টোই ফিশিং বন্দর চত্বরের চারপাশ পুরো ঢেকে গিয়েছে মরা মাছে। সমুদ্র উপকূলের প্রায় দেড় কিলোমিটার অঞ্চল জুড়ে বালির উপর পরে আছে শত শত মরা মাছ। যা দেখে হতবাক সাধারণ মানুষ।

স্থানীয়রা জানিয়েছেন মরা মাছ গুলির মধ্যে রয়েছে প্রায় ১ হাজার টন সামুদ্রিক সার্ডিন মাছ এবং কিছু ম্যাকারেল মাছ। তবে তারা মরা মাছের সন সংখ্যা আন্দাজে বলেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা স্থানীয়দের। পচে যাওয়া মাছ সমুদ্রের জলে থাকলে তা অক্সিজেনের মাত্রা অনেকাংশে কমিয়ে দেয় ফলত দূষিত হয় সামুদ্রিক পরিবেশ। যাতে সামুদ্রিক পরিবেশ দূষিত না হয় সেই কথা বিবেচনা করে স্থানীয় কতৃপক্ষ জেলেদের দিয়ে উপকূল অঞ্চল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন।

প্রশাসনের তরফে স্থানীয় সকল বাসিন্দাদের সতর্ক করা হয়েছে মরা মাছ না খাওয়ার ক্ষেত্রে। এই পচা মাছ সার হিসাবে জমিতে ব্যবহার করার ও নিষেধাজ্ঞা দিয়েছেন স্থানীয় প্রশাসন। কিন্তু স্থানীয়রা প্রশাসনের সতর্ক বার্তার গুরুত্ব না দিয়েই মরা মাছ খাওয়া এবং বিক্রির জন্য সংগ্রহ করছে। মাছ গুলি পুড়িয়ে ফেলার কথাও বিবেচনা করছেন কতৃপক্ষ। তবে সেইক্ষেত্রে সমুদ্র উপকূল যেন দূষিত না হয় সে কথাও ভাবাছেন পরিবেশ বিশেষজ্ঞদের।

Related Articles