আন্তর্জাতিক

ভেনিস শহরের নয়া বিধিনিষেধ

New restrictions on the city of Venice

The Truth of Bengal: ভেনিসে নগর সুরক্ষিত রাখার লক্ষে বড় সিদ্ধান্ত ভেনিস নগর কতৃপক্ষের। নিসিদ্ধ করা হয়েছে লাউড স্পিকার ও পর্যটকদের ভিড়। একটি দলে ২৫ জনের বেশি লোকসংখ্যা হলে সেই পর্যটক দল ঢুকতে পারবেনা ভেনিস শহরে। এই বিধিনিষেধ কার্যকর হবে ২০২৪ এর জুন মাস থেকে এমনটাই জানিয়েছেন ভেনিস নগর কতৃপক্ষ।

পাশাপাশি তিনি জানিয়েছেন লাউড স্পিকার ব্যবহার ও বন্ধ করতে হবে কারণ জোড়ে লাউড স্পিকার বাজানোর জন্য অশান্তির সৃষ্টি হয় শহরের নানা প্রান্তে। ভেনিসের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা এলিসাবেত্তা পেসচে জানিয়েছেন  বিশ্বে পর্যটনের সেরা শহর ভেনিসে পর্যটকদের জন্য সুব্যবস্থা করার লক্ষ নিয়ে  নয়া নিয়মনীতি চালু করা হচ্ছে।

ভেনিস হল ইউরোপের এমন একটি শহর যা সর্বদায় বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্র বিন্দু। তাই ভেনিসে পর্যটকদের ভিড় সামলানো দুষ্কর হয়ে ওঠে প্রশানের কাছে। অতিরিক্ত ভিড় ঠেকাতেই এই জরুরী ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাতে না থেকে একদিনের জন্য ঘুরতে আসা পর্যটকদের প্রবেশ ফি হিসাবে ৫ ইউরো করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভেনিস কতৃপক্ষ।

Related Articles