ফের গাজায় প্রাণঘাতী হামলা চালালো ইজরায়েল, নিহত অন্তত ৪৮
Israel launched another deadly attack on Gaza, killing at least 48

Truth Of Bengal: এ হামলা যেন অন্তহীন, শেষ হওয়ার নামই নেই! শনিবার আবারো হামলা চালালো ইজরায়েল সেনা। প্যালেস্টাইনের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, এবারের এই হামলার জেরে সেখানকার মধ্য ও দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন অন্তত ৪৮ জন।
পোলিও টিকাকরণের জেরে রাষ্ট্রসংঘের উদ্যোগে প্রতিদিন ৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মতি পোষণ করেছিলেন হামাস-ইজরায়েল দুপক্ষই। কিন্তু যুদ্ধ বিরতি শুরুর আগের দিনই প্রাণঘাতী হামলা চালালো ইজরায়েল। দিনের পর দিন লাগাতার প্রাণঘাতী হামলা চালিয়ে চলেছে ইজরায়েলি সেনা। পরিষ্কার-পরিচ্ছন্নতা তো দূরের কথা, কোথাও রয়েছে মৃত দেহের স্তূপ আর কোথাও বা পানীয় জলের খোঁজে শুকিয়ে যাচ্ছে মানুষের গলা।
এমনকি নিত্যদিনের কাজ সারার মতোও পর্যাপ্ত জল পাচ্ছে না মানুষ। আর তার মাঝে ক্রমশ মুখীয়ে উঠছে পোলিও। এটোতাই বেড়ে উঠেছে যে দৈনিক ৮ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে গাজায়। যেখানে শিশুদের টিকাকরণের কথা ভেবে সম্মতি দিয়েছে দু’পক্ষই। প্রথম দফায় ৬ লক্ষ ৪০ হাজার শিশুকে পোলিও-র টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার থেকে শুরু হবে এই টিকাকরন পক্রিয়া। আর এদিকে তার আগেই আবারো প্রাণঘাতী হামলায় কেঁপে উঠল গাজা।